রায়গঞ্জে সাবেক বোন জামাইকে জেল ও হত্যার হুমকি দেওয়ায় বিজিবি সদস্য সুইটির বিরুদ্ধে থানায় জিডি
দৈনিক ভোরের সংবাদ নিউজ ডেক্স*
সিরাজগঞ্জ রায়গঞ্জ হাটপাঙ্গাসী এলাকায় পারিবারিক কলহের জেরে সাবেক বোন জামাইকে মোবাইল ফোনের মাধ্যমে জেল জরিমানা ও খুন জখম, হত্যার হুমকি দিলেন বিজিবি সদস্য সুইটি খাতুন। গত ১৮ ই জুলাই ২০২৪ ইং জানা যায় সিরাজগঞ্জ সদর উপজেলার ইটালি গ্রামের নুরুল ইসলাম এর বড় মেয়ে লিপি তিন সন্তানের মা গত একমাত্র আগে নগদ টাকা ও স্বর্নঅলংকার সহ প্রবাসীএক ছেলের হাত ধরে প্রেমের টানে মাদারীপুরে পাড়ি জমায়। এসময় স্বামী জাহাঙ্গীর আলম এলাকায় কোথাও খুজে না পেয়ে শশুর নুরুল ইসলামকে সংঙ্গে নিয়ে রায়গঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনার কয়েক দিন পরেই লিপি খাতুন মাদারীপুর অন্য ছেলের হাত ধরে চলে গেছে জানতে পেরে লিপির বাবা নুরুল ইসলাম মাদারীপুর গিয়ে ১৫০/- টাকার ষ্টামে অঙ্গিকার দিয়ে মেয়ে লিপিকে নিয়ে গ্রামের বাড়ি ইটালি নিয়ে যায়। এর পর স্বামী জাহাঙ্গীর আলম লজ্জায় এলাকায় মুখ দেখাতে না পেরে সিরাজগঞ্জ কোটে গিয়ে স্ত্রী লিপিকে সুস্থ অবস্থায় ডিভোর্স দিয়ে দেয়। ঘটনার কয়েক দিন পরে শশুর নুরুল ইসলামের সহায়তায় স্ত্রী লিপি খাতুন স্বামী জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে যৌতুক ও নারী ও শিশু নির্যাতন আইনে সিরাজগঞ্জ কোটে দুই টি মামলা দায়ের করে। এবং শশুর নুরুল ইসলাম সহ তার পরিবার লিপিকে নিয়ে পুনরায় সংসার করার জন্য চাপদেয়। আর এরই ধারাবাহিকতায় লিপির ছোট বোন সুইটি যশোরে বিজিবিতে চাকরি অবস্থায়, সাবেক বোন জামাই জাহাঙ্গীর আলম কে মোবাইল ফোনের মাধ্যমে জেল জরিমানা খুন জখম ও হত্যার হুমকি দেয়। পরে জাহাঙ্গীর আলম আত্বরক্ষার জন্য বিজিবি সদস্য সুইটিকে দুই নং লিপিকে এক নং এবং সুইটির বাবা নুরুল ইসলাম কে তিন নং আসামি করে রায়গঞ্জ থানায় জিডি করেন।জিডি নং ৭৫৫ জিডি তাং ১৫-৭-২০২৪ ইং