রায়গঞ্জে কৃষককের মাঝে সার ও বীজ বিতরন
রেজাউল করিম***
সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গম, ভুট্টা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি, সরিষা বীজ এবং সার বিতরণ করা হয়েছে।সোমবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি শামসুল হক, উপজেলা জামায়তের আমীর আবুল কালাম আজাদ বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রউফ, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলাম সহ আরো অনেকে।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমে সরিষার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলায় ৯ হাজার ১০০ জন কৃষককে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএফপি সার ও ১০ কেজি এমওপি সার সহ ১০০ জন কৃষক গম, ১২০ জন কৃষক কে ভুট্টা, ১০ জন কৃষককে বাদাম, ২০ জন কৃষক কে শীত কালীন পেঁয়াজ, ৪০ জন কৃষক কে মশুর ডাল, ৫০ জন কৃষককে খেসারী ডাল বিতরণ করা হয়।