কাশিমপুরে তিন কোটি ৫০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় মুজিবুর রহমান ও এক মাদক কারবারি আটক।
স্টাফ রিপোর্টার,
গাজীপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ ৫ম আদালত কোর্টে তিন কোটি ৫০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় মজিবুর রহমান ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ । শনিবার (০৯ নভেম্বর) সকালে মহানগরীর কাশিমপুরের ১ নং ওয়ার্ডের জিরানী বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন কোটি ৫০ লাখ টাকার চেক ডিজাইনার মামলার অভিযোগে মজিবুর রহমানকে আটক করা হয়। অপরদিকে ২নং ওয়ার্ডের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর দক্ষিণ পাশে মা-বাবা হেয়ার কাটিং সেলুনের সামনের পাকা রাস্তার উপর মাদক ক্রয়-বিক্রয় চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওসমান গনিকে আটক করে পুলিশ । এই বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন,তিন কোটি ৫০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় মজিবর রহমান ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদককারবারিকে আটক করা হয়েছে।তাদেরকে আজ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ সাথী সুলতানা, নির্বাহী সম্পাদকঃ মোঃ রেজাউল করিম, বার্তা সম্পাদকঃ মোঃ মুনছুর হেলাল,কর্তৃক প্রকাশিত....– E–maill: vorersongbad21@gmail.com মোবাইল নাম্বারঃ ০১৭৭৭–৬০২৬১০