হাটপাঙ্গাসীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের হাটপাঙ্গসীতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ব্যাপারী ও সকল ক্রেতার সুযোগ সুবিধা দিয়ে সম্পূর্ণ নতুন আঙ্গিকে সাজানো হয়েছে হাটটি। কোরবানি ঈদের আর মাত্র ৫ দিন বাকি। এরই মধ্যে জমে উঠেছে উপজেলার হাটপাঙ্গাসী বিরাট গরু ছাগলের হাট। ক্রেতা বিক্রেতার পদচরণে মুখর হয়ে উঠেছে উপজেলার হাটপাঙ্গাসী কোরবানির হাট। এদিকে হাটে আসা পশুর সুস্থতা নিয়ে কাজ করছে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ। ঈদ উপলক্ষে উপজেলার হাটপাঙ্গাসী বিরাট গরু ছাগলের হাট সহ বিভিন্ন স্থানে হাট বসেছে। এবছর ছোট গরুর চাহিদা বেশি বলে জানা গেছে। ক্রেতারা বলছেন, এবার পশুর দাম অনেক বেশি। এদিকে গত শনিবার উপজেলার হাটপাঙ্গাসী হাটে আশা কয়েকজন ব্যাপারীর সাথে কথা বলে জানা যায়, এবছর উচ্চমূলের গো খাদ্যে যে খরচ হয়েছে তাতে গরু ছাগল লাভের দেখা মেলা খুবই কষ্টকর। তারপরেও লাভের আশায় উপজেলার হাটাঙ্গাসী হাটসহ বিভিন্ন হাটে গরু তুলছেন খামারিরা। এদিকে পর্যাপ্ত নিরাপত্তা ও সকল সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছেন হাটপাঙ্গাসী হাট কমিটি।