সিরাজগঞ্জ পিপুলবাড়িয়ায় চাঞ্চল্যকর বকুল হত্যার বিচার আজও পায়নি তার পরিবার
নিউজ ডেক্স,দৈনিক ভোরের সংবাদ
সিরাজগঞ্জ পিপুলবাড়িয়ার চাঞ্চল্যকর বকুল মেম্বার হত্যার সঠিক সুবিচার এখনও পায়নি তার পরিবার। এখনও ২ নং বাগবাটি ইউনিয়ন ও ৫ নং ওয়াড দত্তবাড়ি গ্রামের কৃতি সন্তান তিন বারের জনপ্রিয় বকুল মেম্বার এর র্মমান্তিক মৃত্যুর দৃশ্য মনে করে তার পরিবার ও এলাকার সকল শ্রেনীপেশার মানুষ চোখের জল ধরে রাখতে পারছে না। ২৫ শে অক্টোবর ২০২৪ ইং মামলার নতিসুত্রে জানা যায় মাদকাসক্ত চাঁদাবাজ সন্ত্রাসী খুনি এক নম্বর আসামি ইউসুব এর চক্রান্তে সালিশ বৈঠকের কথা বলে মোটরসাইকেলে নিয়ে গিয়ে ভাড়াটিয়া সন্ত্রাসী খুনি বাহিনী লেলিয়ে দিয়ে মাথায় গুলি করে নির্মমভাবে বকুল মেম্বার কে হত্যা করে খুনিরা ঘটনা স্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এদিকে গুলির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে মাটিতে পড়ে থাকা বকুল মেম্বার কে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে সিরাজগঞ্জ সদর থানার পুলিশ ঘটনার স্থান পরিদর্শন করে কয়েকজন আসামিকে গ্রেফতার করে। এর পর থেকেই বকুল হত্যার মুলরহস্য আস্তে আস্তে বেরিয়ে আসে। এখানে ছিল রাজনৈতিক প্রতিহিংসা, জনপ্রিয়তা, তিন বারের ইউপি সদস্য। এই নির্মম হত্যাকাণ্ড বকুল মেম্বার এর পরিবার ও এলাকার মানুষ কিছুতেই মেনে নিতে পারছে না। এদিকে নিহত বকুল মেম্বার এর ছেলে মেহেদী হাসান সাগর এক সাক্ষাৎকারে সংবাদ মাধ্যমকে বলেন আমার বাবা বকুল মেম্বার তিন বারের ইউপি সদস্য ছিলেন এবং এলাকায় ব্যাপক জনপ্রিয় থাকায় রাজনৈতিক প্রতিহিংসার জেরে ও ব্যাক্তিগত উদ্দেশ্য হাসিলের জন্য মাদকাসক্ত চাঁদাবাজ সন্ত্রাসী খুনি ইউসুব তার ভাড়াটিয়া খুনি বাহিনী লেলিয়ে দিয়ে আমার বাবা বকুল মেম্বারকে নির্মমভাবে হত্যা করে। এবিষয়ে সাতজনকে আসামি করে থানায় মামলা করা হয়। বর্তমান এ হত্যাকান্ডের মামলার চারসিট কোটে জমা হয়েছে। আমি এ হত্যাকান্ডের সাথে জড়িত আসামি খুনি ইউসুব সহ সকলকে দ্রুত বিচারের আওতায় এনে সঠিক বিচারের জোর দাবি জানাচ্ছি সংশ্লিষ্ট প্রসাশনের কাছে।