সিরাজগঞ্জের রায়গঞ্জে জনতার হাতে ট্রাক সহ ৫ গরু চোর আটক
রেজাউল করিম, দৈনিক ভোরের সংবাদ প্রতিবেদক
সিরাজগঞ্জের রায়গঞ্জে জনতার হাতে ট্রাক সহ ৫ গরু চোর আটক হয়েছে। বরিবার রাতে উপজেলার ঘুড়কা বাজারে এ ঘটনা ঘটে।এলাকাবাসী সূত্রে জানাযায়, ঘুড়কা বাজারে খাবার হোটেলে সন্দেহ জনক ভাবে সাধারণ জনতা ট্রাকসহ ৫ গরু চোরকে আটক করে। আটককৃতদের ট্রাক সহ ঘুড়কা ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। আটককৃতরা হলেন, শাহজাদপুরের বাদশা, দিনাজপুরের রাজু, ময়মনসিংহের বাবু, বান্দরবানের বাবুল ও বারেক।
এ ব্যাপারে ঘুড়কা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নওশের আলীর কাছে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি থানায় অবহিত করেছি।এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ রবিউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি অবগত আছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।