সলঙ্গার ধুবিল ইউনিয়ন কৃষকদলের পাল্টাপাল্টি কমিটি অনুমোদন দেওয়ায় উত্তেজনা
আল-আমীন সেখ,সিরাজগঞ্জ সলঙ্গা প্রতিনিধি
সিরাজগঞ্জের সলঙ্গা থানা কৃষকদল কর্তৃক ধুবিল ইউনিয়ন কৃষকদলের অনুমোদিত কমিটির বিপরীতে জেলা কৃষকদল পাল্টা আরেকটি কমিটি অনুমোদন দেওয়ায় সমগ্র সলঙ্গা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। এতে পৃথক পৃথকভাবে অনুমোদিত দুটি কমিটির নেতাকর্মীরা তাদের কমিটির বৈধতা দাবী করে স্ব-স্ব অবস্থানে অনড় থাকায় নেতৃত্বের দ্বন্দ্বের জেরে যে কোন সময় সংঘাতপুর্ণ অবস্থান তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন দলের সিনিয়র নেতারা। এদিকে সলঙ্গা থানা কৃষকদলের সাধারণ সম্পাদক লুৎফর রহমান লতিফ মৃত্যু বরণ করায় সলঙ্গা থানা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম মোগল ও যুগ্ন-সাধারণ সম্পাদক ইউসুফ আলীর সুপারিশক্রমে দলীয় গঠনতন্ত্র মোতাবেক সলঙ্গা থানা কৃষকদলের সভাপতি ফজলার রহমান গত ০৯/০৭/২০২৪ তারিখে আমিনুল ইসলাম স্বপনকে সভাপতি ও শফিকুল ইসলাম শফিকে সাধারণ সম্পাদক করে ধুবিল ইউনিয়ন কৃষকদলের ৬সদস্যের একটি আংশিক কমিটি অনুমোদন দেন। পরবর্তীতে অনুমোদিত সেই কমিটি সলঙ্গা থানা কৃষকদলের নেতারা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার, জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেনিন,সলঙ্গা থানা বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান হাবিব,থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান পাপন,সদস্য সচিব শাহিন রেজাসহ ধুবিল ইউনিয়ন বিএনপি তথা অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে হস্তান্তর করেন। কিন্তু অতীব দুঃখের বিষয় কমিটি দেওয়ার ৫দিনের মাথায় ধুবিল ইউনিয়ন কৃষকদলের স্বঘোষিত সভাপতি দাবীদার হাফিজুর রহমান আকন্দ ও স্বঘোষিত সাধারণ সম্পাদক দাবীদার নাজমুল হক ১৩ সদস্যের একটি আংশিক কমিটি গঠন করে সলঙ্গা থানা কৃষকদলের প্রয়াত সাধারণ সম্পাদক লুৎফর রহমান লতিফের বিগত ২০২৩ সালের ৫ নভেম্বর এর সুপারিশের তারিখ দেখিয়ে এবং ব্যাগডেট ০৭/০৭/২০২৪ তারিখ বসিয়ে গঠনতন্ত্র পরিপন্থীভাবে সিরাজগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক মতিয়ার রহমান মতি ও সদস্য সচিব শাহাদত হোসেন ঠান্ডুকে দিয়ে অনুমোদন নিয়েছেন। এদিকে সলঙ্গা থানা কৃষকদলকে পাশ কাটিয়ে জেলা কৃষকদল বিতর্কিতভাবে একমিটি অনুমোদন দিয়ে দলের এই সংকটময় সময়ে তারা স্থানীয় নেতাকর্মীদেরকে দু’ভাগে বিভক্ত করেছেন এবং সংঘাতের দিকে ঠেলে দিয়েছেন বলে অভিযোগ করেন ধুবিল ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। দলীয় গঠনতন্ত্র পরিপন্থীভাবে জেলা কৃষকদলের অনুমোদিত ও বিতর্কিত কমিটি গত ১৪/০৭/২০২৪ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার পর নতুন করে সংঘাতের জন্ম দেওয়ার জন্য স্থানীয় নেতাকর্মীরা জেলা কৃষকদলকেই দায়ী করছেন। অপরদিকে আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার এর জন্মভুমি ধুবিল ইউনিয়ন কৃষকদলের কমিটি নিয়ে জেলা কৃষকদল বিতর্কের জন্ম দেওয়ায় এবং এ ঘটনাকে কেন্দ্র করে কোন সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হলে এর সকল দায়ভার জেলা কমিটিকে বহন করতে হবে বলে জানিয়েছেন ধুবিলের নেতারা। ফলে সংঘাত এড়াতে সলঙ্গা থানা কৃষকদল কর্তৃক অনুমোদিত কমিটি বহাল এবং গঠনতন্ত্র পরিপন্থীভাবে জেলা কৃষকদল কর্তৃক অনুমোদিত কমিটি বাতিল করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার জন্য জেলা বিএনপির নিকট জোর দাবী জানিয়েছেন সলঙ্গার ধুবিল ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।এব্যাপারে সিরাজগঞ্জ জেলা কৃষকদলের সদস্য সচিব শাহাদত হোসেন ঠান্ডু জানান, দলের বৃহত্তর স্বার্থের বিষয়টি বিবেচনা করে নেতাকর্মীদের মধ্যে সংঘাত এড়াতে ধুবিল ইউনিয়ন কৃষকদলের বিতর্কিত দুটি কমিটিই বাতিল করা হবে এবং খুব শীঘ্রই স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় সুন্দর কমিটি উপহার দেওয়া হবে।