রায়গঞ্জ হাটপাঙ্গাসীতে শিশু মাসফিকে মাছ দেওয়ার কথা বলে অনৈতিক কর্মকান্ড ও হত্যার হুমকি
নিউজ ডেক্স :
সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাসী শ্রীদাস গাতী মেন্দার গাতী গ্রামে ছয় বছরের শিশু মাসফি কে পার্শবতি এলাকার মৃত আবুল কাশেমের ছেলে আঃ সাত্তার( ৪৫) মাছ দেওয়ার কথা বলে নির্জন একটি ঘরে নিয়ে নরপিশাচ এর মতো অনৈতিক কর্মকান্ড চালিয়ে এবং মুখ চেপে বাচ্চাটিকে অসুস্থ করে ফেলে। পরে বাচ্চা টি কোনো মতে বাড়িতে এস বাচ্চার মা,বাবা, ও দাদীর কাছে বলে দেয়, এ ঘটনায় এলাকায় কঠিন করুন কাহিনির সৃষ্টি হয়। ঘটনা টি ঘটেছে গত বৃহস্পতিবার সন্দায়। এবিষয়ে শিশু মাসফি লোমহর্ষক বর্ননা দিয়ে ভয়ে কেঁদে ফেলে। শিশুটির মা বলেন বাচ্চা টি এই অবৈধ ঘটনা ঘটার পর দুই দিন টয়লেট করতে পারে নাই এবং রক্ত ঝরছিল। আমি এলাকার ও প্রসাশনের কাছে সুঠু বিচার চাই। এবং আমার এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান আঃ সালাম ঘটনা টি তিন দিনের মধ্যে মিমাংসা করে দিবেন বলে জানিয়েছেন তাই আমরা থানায় কোনো মামলা দায়ের করি নাই। এদিকে ঘাতক আঃ সাত্তার এর ত্রী এক ভিডিও সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন আমি আমার স্বামীকে ভালো মন্দ কোন কিছুই বলতে পারিনা - উল্টো আমাকেই মারপিট করে এবং এই ঘটনার পর থেকে সে বাড়ি থেকে চলে গেছে কোথায় আছে আমরা জানিনা। এদিকে ঘটনা টি এলাকায় ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। অন্য দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নু বলেন বিষয় টি আমি জানি না তবে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। আরও নিউজ আসছে পরের দিন।
প্রকাশক ও সম্পাদকঃ সাথী সুলতানা, ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোঃ রেজাউল করিম, নির্বাহী সম্পাদকঃ মোঃ ইব্রাহিম হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মুনছুর হেলাল কতৃক প্রকাশিত... E–maill: vorersongbad21@gmail.com মোবাইল নাম্বারঃ ০১৭৭৭–৬০২৬১০