রায়গঞ্জে আসামি ধরতে পানিতে ডুবে মারা গেলো এসআই রেজাউল করিম
দৈনিক ভোরের সংবাদ, নিউজ ডেক্স
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পালিয়ে যাওয়া আসামিকে ধরতে গিয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিমের মৃত্যু হয়েছে। তিনি রায়গঞ্জ থানায় কর্মরত ছিলেন। সোমবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, তিন আসামিকে পুলিশ ধাওয়া দিলে তারা নদীতে ঝাঁপ দেন। এসময় এসআই রেজাউল করিম তাদের ধরতে নদীতে ঝাঁপ দিলে ডুবে যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করেন। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সাব অফিসার নুরুল ইসলাম বাবু বিষয়টি নিশ্চিত করে দৈনিক ভোরের সংবাদ কে জানান। উদ্ধার করে দ্রুত সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।