রায়গঞ্জের পাঙ্গাসীতে রাস্তার মধ্যে মাটি কেটে বেড়া দেওয়ায় পথচারীদের ভোগান্তির অভিযোগ
নিউজ ডেক্স, দৈনিক ভোরের সংবাদ
সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাসীর শ্রীদাসগাতি আঞ্চলিক মহাসড়ক এর গা ঘেষে শহিদের দোকানের পাশ দিয়ে বয়ে চলা কাঁচা সড়কের পাশে বাঁশ দিয়ে বেড়া দেওয়া ও রাস্তার মাঝখানে মাটি কেটে গর্ত করায় একই এলাকার পথচারীদের চলাচলের ও অসহায় গরীব মানুষের ভ্যানগাড়ী, অটোরিকশা বাইসাইকেল সহ সকল প্রকার চলাফেরায় চরম ভোগান্তির স্বীকার হচ্ছে।গত ২৬ শে অক্টোবর ২০২৪ ইং সরেজমিনে গিয়ে জানা যায় রাস্তার মাঝখানে মাটি কেটে গর্ত করা হয়েছে এবং রাস্তার উপর পাশে বাঁশ দিয়ে বেড়া দিয়ে রাস্তাটি চেপে দেওয়া হয়েছে যার ফলে এখান দিয়ে এলাকার মানুষ পায়ে হেঁটেও চলতে পারছে না এবং স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র ছাত্রীরাও চলাচল করতে ব্যাপক ভোগান্তির স্বীকার হচ্ছে। রাস্তার এই সম্যসা কেন একরকম হয়েছে জানতে চাইলে শ্রীদাসগাতী ও হাটপাঙ্গাসী এলাকার শহিদ, সাইদুল,আলম,আবুসাইদ,ও ভ্যান চালক রফিকুল ইসলাম বলেন শ্রীদাসগাতী গ্রামের মাতবর শহিদুল ইসলাম, পিতা মৃত নাসের আলী তার জমির সাথে হওয়ায় সেই এই রাস্তাটি কেটে ও বেড়া দিয়ে অবৈধভাবে অনৈতিক কাজটি করেছে। মাটি কেটে গর্ত করার কারণে প্রায় সময়ই এখানে পানি জমে থাকে, এবং ব্রিটিশ এর সময় থেকে আমরা এলাকার মানুষ এখান দিয়ে চলাচল করি। সালাম চেয়ারম্যান এর সময় একটি প্রকল্প দিয়ে এই রাস্তায় মাটি ভরাট এর কাজও করা হয়েছিলো। আমরা শহিদুলকে বার বার বলার পরও সে এবিষয়ে কোন গুরুত্ব দিচ্ছে না। এবিষয়ে শহিদুল ইসলাম বলেন রাস্তা দিতে আমি রাজি আছি দুই পাশ থেকে জায়গা নিয়ে রাস্তা করা হলে আমার কোন সম্যসা নেই। মাটি কাটা ও বেড়া দেওয়া প্রসংঙ্গ নিয়ে বলেন এগুলো সঠিক না।অন্য দিকে অভিযোগ কারিগন বলেন রাস্তার সমস্যা ঠিক করে না দিলে আমরা উপজেলা প্রসাশন বরাবর অভিযোগ দায়ের করবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হবো। এবং আমরা এলাকাবাসী সংশ্লিষ্ট কতৃপক্ষের সুনজর কামনা করছি।
প্রকাশক ও সম্পাদকঃ সাথী সুলতানা, নির্বাহী সম্পাদকঃ মোঃ রেজাউল করিম, বার্তা সম্পাদকঃ মোঃ মুনছুর হেলাল,কর্তৃক প্রকাশিত....– E–maill: vorersongbad21@gmail.com মোবাইল নাম্বারঃ ০১৭৭৭–৬০২৬১০