বোরো ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন রায়গঞ্জের কৃষকেরা
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, স্টাপ রিপোর্টার, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
চলতি মৌসুমে বোরো ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের রায়গঞ্জের কৃষকেরা। এই উপজেলায় অন্যান্য ফসলের পাশাপাশি নিয়মিত ভাবে বোরো ধান চাষ করছেন উপজেলার কৃষকেরা। এ বছর আবহাওয়া অনুকূলে থাকাই এই মুগর্তে ধান কাটা, মারাই, ধান সিদ্ধ করে রোদে শুকানো নিয়ে ব্যস্ত সময় পার করছেন উপজেলার কৃষাণ-কৃষানীরা।উপজেলার গ্রামপাঙ্গাসী কারিগরপাড়া গ্রামের কৃষক মোঃ আব্দুল আজিজ ফেকুর সাথে কথা হলে তিনি বলেন, অন্যের জমি বর্গা নিয়ে নিয়মিতভাবে বোরো ধান চাষ করছেন। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন বেশ ভালো হয়েছে। উপজেলার ডাঙ্গারপাড়া গ্রামের আরেক কৃষক বলেন, পুরোদমে বোরো ধান কাটা শুরু হওয়ায় কিছুটা হলেও শ্রমিক সংকটের কারণে নিজেরাই ধান কেটে ঘরে তোলার চেস্টা করছেন।তীব্র খরা ও তীব্র গরমেও বোরো ধান চাষে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ বিভাগকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কৃষকেরা। এদিকে এই মুহূর্তে বোরো ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন উপজেলার কৃষকেরা।