পাঙ্গাসী ইউনিয়ন উন্নয়ন ফোরাম এর উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি পালিত
রেজাউল করিম, নিউজ ডেক্স ঃ
পাঙ্গাসী ইউনিয়নের বিভিন্ন স্হানে ১২ জুলাই ২০২৪ শুক্রবার সকাল ১০টায় বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি পালন করে পাঙ্গাসী ইউনিয়ন উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান ডাঃ এস এম মুনসুর আলী। তিনি ইউনিয়নের বিভিন্ন মসজিদে বৃক্ষরোপণ করেন এবং সাধারণ মানুষের মাঝে প্রায় দুই শতাধিক ঔষধি ও ফল গাছের চারা বিতরণ করেন।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের সমাজকল্যাণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী জনাব ওমর ফারুক, সাংস্কৃতিক সম্পাদক জনাব আবু তালহা মহুরী, চরদেউজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুস সাত্তার, মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মামুন সরকার ও আবদুল কাদেরসহ অনেকে। এসময় সভাপতির বক্তব্যে পাঙ্গাসী ইউনিয়ন উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান ডাঃ এস এম মুনসুর আলী বলেন,বৃক্ষ আমাদের পরম বন্ধু। বৃক্ষ শুধু প্রাকৃতিক শোভাই বাড়ায় না, মাটির ক্ষয় রোধ করে, বন্যা প্রতিরোধ করে, ঝড়–তুফানকে বাধা দিয়ে জীবন ও সম্পদ রক্ষা করে। আবহাওয়া নিয়ন্ত্রণেও বৃক্ষের ভূমিকা অপরিসীম। বৃক্ষ ছাড়া পৃথিবী মরুভূমিতে পরিণত হতো। বৃক্ষ অক্সিজেন সরবরাহ করে আমাদের বাঁচিয়ে রাখে।বৃক্ষ থেকে পাওয়া অক্সিজেন গ্রহণ করেই আমরা বেঁচে থাকি। বৃক্ষ আমাদের পরিবেশের অতি গুরুত্বপূর্ণ উপাদান এবং অন্যতম বনজ সম্পদ। বৃক্ষের পাতা, ফল ও বীজ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। বৃক্ষ থেকে তন্তু আহরণ করে আমাদের পরিধেয় বস্ত্র প্রস্তুত করা হয়। বৃক্ষ থেকে প্রাপ্ত কাঠ দিয়ে আমাদের বাড়িঘর ও আসবাব তৈরি করা হয়। আমাদের অতিপ্রয়োজনীয় লেখার সামগ্রী কাগজ ও পেনসিল বৃক্ষের কাঠ দিয়েই তৈরি করা হয়। আমাদের রোগ নিরাময়ের ওষুধও এই বৃক্ষ থেকেই তৈরি করা হয়।এজন্য পাঙ্গাসী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বৃক্ষরোপন ও বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ সাথী সুলতানা, ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোঃ রেজাউল করিম, নির্বাহী সম্পাদকঃ মোঃ ইব্রাহিম হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মুনছুর হেলাল কতৃক প্রকাশিত... E–maill: vorersongbad21@gmail.com মোবাইল নাম্বারঃ ০১৭৭৭–৬০২৬১০