জামায়াত শিবিরকে যারা বিদায় করতে চেয়েছিল তারাই আজ বিদায় -মাওলানা রফিকুল ইসলাম খান
এস এম মুনসুর আলী, রায়গঞ্জ উপজেলা সংবাদদাতা:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, স্বৈরাচার সরকার হত্যা,খুন, গুম, লুটপাটসহ নানা অপকর্ম করে দেশ থেকে পালিয়ে গেছে। হাসিনা সরকার জামায়াত শিবিরকে নিষিদ্ধ করতে চেয়েছিল আর আল্লাহ সেই হাসিনাকে দেশ থেকে বিদায় করে দিয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটায় সিরাজগঞ্জের রায়গঞ্জের বারইভাগ বিলচান্দি হাফিজিয়া মাদ্রাসা মাঠ চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ নজরুল ইসলামের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উপজেলা জামায়াতে ইসলামীর বায়তুল মাল সেক্রেটারি ডা. এস এম মুনসুর আলী’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম,কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা নায়েবে মাওলানা আব্দুস সালাম, রায়গঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা আবুল কালাম বিশ্বাস, সেক্রেটারি মো. খোরশেদ আলম, সিরাজগঞ্জ সদর উপজেলা আমীর মাওলানা আতাউর রহমান, সাবেক রায়গঞ্জ পৌর মেয়র মোশাররফ হোসেন আকন্দ,মনিরুল ইসলাম, সিরাজগঞ্জ শহর কর্মপরিষদ সদস্য মুফতি আলী আজগর, সাবেক ছাত্রনেতা গোলাম আজম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কামরুল ইসলাম, সেক্রেটারি সুমন আহমেদ,বক্ষগাছা ইউনিয়ন আমির মাওলানা সোলায়মান হোসেন, নলকা ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল মালেক, বাগবাটি ইউনিয়ন আমির মাওলানা কামরুল ইসলাম সানোয়ার,ধানগড়া ইউনিয়ন সভাপতি মোঃ জাকারিয়া হোসেন,পাঙ্গাসী ইউনিয়ন সেক্রেটারি আলহাজ্ব আবু বক্কার সিদ্দিকী ও ছাত্রশিবির রায়গঞ্জ উপজেলা সভাপতি আলাউদ্দিন, পাঙ্গাসী ইউনিয়ন বায়তুল মাল সেক্রেটারি মুফতি শরিফুল ইসলাম ও আলহাজ্ব রফিকুল ইসলাম প্রমুখ।আলোচনা সভা শেষে ঢাকায় নিহত শহীদ নজরুল ইসলামের পরিবারের নিকট নগদ অর্থ প্রদান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল নিহত ও আহতদের জন্য দোয়া করা হয়।