উল্লাপাড়ায় বিএনপির অফিস ভাংচুর
মোঃ লিটন হোসেন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপির কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।শনিবার বিকেলে উপজেলা গেট সংলগ্ন বিএনপির অফিসে এ ঘটনা ঘটে।উপজেলা বিএনপির সদস্য সচিব আজাদ হোসেন বলেন, শনিবার বিকেল ৩ ঘটিকার সময় সাবেক এমপি আকবর আলী সহ তার লোকজন এসে আমাদের অফিস ভাংচুর করে এছাড়াও অফিসে থাকা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভেঙে মাটিতে ফেলে রেখে যায়। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।তার এমন কর্মকান্ডে ক্ষুব্ধ উপজেলা বিএনপির নেতাকর্মীরা।