লিটন হোসেন, বিশেষ প্রতিনিধি
সিরাজগঞ্জে গাভ গরু জবাই করে মাংস বিক্রি করার অভিযোগে সংবাদ সংগ্রহ করতে গিয়ে লিটন হোসেন নামের এক সাংবাদিক লাঞ্চিত হয়েছে। এ ব্যাপারে সদর থানায় চারজনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৫ ই নভেম্বর) সকালে সদর উপজেলার বহুলী ইউনিয়নের আলমপুর কালিদাসগাঁতী বাজারে এ ঘটনা ঘটে। মামলার অভিযোগ ও স্থানীয়সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে সদর উপজেলা বহুলী ইউনিয়নের আলমপুর কালিদাসগাঁতী বাজারে গাভ গরু জবাই করে বিক্রয় করছে এমন তথ্য পেয়ে ঘটনাস্থলে জিজ্ঞাসা করার সময় বাজারে মাংস ব্যবসায়ী আবুল কালাম আজাদ (৩৫), কাদের (৩০), জাহিদুল (৩৫), সেলিম সাংবাদিককে ঘটনাস্থলে দেখে চলে যেতে বলে। এই সময় তার কারন ও গরু জবাই করার ডাক্তার পরীক্ষার সনদ বিষয়ে জানতে চাইলে দৈনিক ভোরের সংবাদের রিপোর্টার মোঃ লিটন হোসেনকে অতর্কিতভাবে হামলা চালাই। এবং তার সাথে থাকা মোটর সাইকেল ও মোবাইল ফোন ভেংঙে গোস্ত ব্যাবসায়ীরা নানান ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। এই বিষয়ে সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদকঃ সাথী সুলতানা, নির্বাহী সম্পাদকঃ মোঃ রেজাউল করিম, বার্তা সম্পাদকঃ মোঃ মুনছুর হেলাল,কর্তৃক প্রকাশিত....– E–maill: vorersongbad21@gmail.com মোবাইল নাম্বারঃ ০১৭৭৭–৬০২৬১০